শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনায় আরও দুইজন চিকিৎসকের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ (১৯ এপ্রিল) রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে।
রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ। তিনি জানান, রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
এর মধ্যে ৪৪ জন চিকিৎসকের নমুনাও ছিলো। এতে দুইজন চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে একজন গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অপরজন শিশু বিভাগের সহকারী অধ্যাপক। তারা দুইজনেই গত ১০ এপ্রিল ঢাকা থেকে খুলনায় আসেন এবং দু’জনেই কলেজের গেস্ট হাউজে থাকেন।
এ নিয়ে খুলনা জেলায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে তিনজনই চিকিৎসক।
তিনি আরও জানান, এখন পর্যন্ত খুলনায় সর্বমোট ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এর তিনজন চিকিৎসক রয়েছেন।