শেখনাসিরউদ্দি, খুলনা প্রতিনিধিঃ
মহানগরীর বয়রা পুলিশ লাইনের সামনে ইজিবাইক ও বাস দুর্ঘটনায় মফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তহমিনা (২৭) ও সোহেল (৩৫) নামে দুইজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৫টার দিকে খালিশপুর থেকে সোনাডাঙ্গা আসার সময় বয়রা পুলিশ লাইনের সামনে পৌছালে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নগরীর খালিশপুর থানাধীন চরের হাট এলাকার বাসিন্দা হোটেল কর্মচারী সোহেল (৩৫) ও তার স্ত্রী তহমিনা (২৭) ইজিবাইকে করে সোনাডাঙ্গা আসছিলো।
ইজিবাইকটি বয়রা পুলিশ লাইনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা রাজীব পরিবহনের একটি বাসের তাদের মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মফিজ (৪৫) নিহত হয়।
মফিজ এক সময় নিউমার্কেটের পাবলিক টয়লেটের টাকা উঠানোর কাজ করতো। তার বাসা খালিশপুরে। সোহেল ও তার স্ত্রী তহমিনা গুরুতর আহত হয়। সোহেলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বাসটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।