শিরোনাম

খুলনায় এ‌শিয়ান এয়ারও‌য়ে‌জ কর্মকর্তার লাশ উদ্ধার

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনায় এ‌শিয়ান এয়ার ও‌য়ে‌জের কর্মকর্তা ফারহানের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে তাকে নিজ ঘরে রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ফারহান সদর থানাধীন শের-ই-বাংলা রোডের আমতলা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আরজু সাহেবের বাড়ির ভাড়াটিয়া।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারহান ঢাকায় এশিয়ান ইয়ার রয়েশ এয়ারলাইনসে চাকুরি করেন। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে নিজ ঘরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে বাড়ীর আত্মীয়-স্বজন গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ডাক্তারের ধারণা তিনি অনেক আগেই মারা গিয়েছেন। তবে কি কারণে গলায় রশি দিয়েছেন এ ব্যাপারে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন :