শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ শ্লোগানে শুরু হওয়া আয়কর মেলার সম্পন্ন হয়েছে। এবারের আয়কর মেলায় রেকর্ড সংখ্যাক রিটার্ন দাখিল ও রাজস্ব আদায় হয়েছে খুলনা কর অঞ্চলে। গত বছরের চেয়ে রিটার্ন দাখিলের সংখ্যা এবার বেশি। আর বিগত ৮ বছরের চেয়ে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। গতকাল বুধবার শেষ দিনে মেলায় ছিলো করদাতাদের উপচে পড়া ভীড়। এদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় রিটার্ন দাখিল করতে পেরেছেন করদাতারা। এদিন সেবাগ্রহীতার সংখ্যা ও রিটার্ন দাখিলের সংখ্যাও বেড়েছে।
এদিকে গতকাল সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা কর আপীল অঞ্চলের কর কমিশনার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার ড. অঞ্জন কুমার সাহা, যুগ্ম-কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, কর আপীল অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোঃ মহিদুর রহমান প্রমুখ।
মেলা গতকাল শেষ হলেও খুলনা কর অফিসে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া করদাতারা আয়কর প্রদান ও রিটার্ন দাখিল করতে পারবে।
খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, এবারের মেলায় করদাতারা উৎসবমুখর পরিবেশ পেয়েছে। তারা মেলায় এসে স্বতঃস্ফূর্তভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পেরেছেন। মেলা আয়োজনের কারণে করদাতাদের মধ্যে সচেতনতা বেড়েছে। মেলার মাধ্যমে কর সম্পর্কে অস্পষ্টতা এবং ভয়ভীতি দূর হয়েছে।
খুলনা কর অঞ্চলের দেয়া তথ্য অনুযায়ী, এবারের সপ্তাহব্যাপী আয়কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ৮৮৩ টাকা রাজস্ব আহরণ করেছে খুলনা কর অঞ্চল। আর মেলায় এসে সেবাগ্রহণ করেছে ৯৭ হাজার ৫৬৫ জন। রিটার্ন দাখিল করেছেন ৫২ হাজার ২২৬ জন এবং নতুন টিআইএন গ্রহণ করেছেন ২ হাজার ৪০৭ জন। গতকাল বুধবার সমাপনী দিন খুলনা অঞ্চলে ৮ কোটি ৭০ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা আয়কর জমা পড়েছে। এদিন খুলনা অঞ্চলে মেলায় সেবা গ্রহণ করেছেন ১৫ হাজার ৩৬৪ জন। রিটার্ন দাখিল করেছেন ৯ হাজার ৭৮৮ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩৪২ জন। এর মধ্যে খুলনা জেলায় ৬ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ৫৭৫ টাকা আয়কর জমা পড়েছে। এদিন সেবা গ্রহণ করেছেন ৫ হাজার ৮৫৬ জন। রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৪৬৮ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১৩৫ জন।
এদিকে গত ৮ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ রাজস্ব আহরণ করেছে খুলনা কর অঞ্চল। ২০১৮ সালের আয়কর মেলায় ৪২ কোটি ৮ লাখ ১৪ হাজার ২৪৬ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ৪৩ হাজার ৪৮৩ জন। ২০১৭ সালে মেলায় ৩৪ কোটি ২২ লাখ ৪৬ হাজার ৯৪৪ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ৬২ হাজার ৫৪১ জন। এই বছরই সর্বোচ্চ রিটার্ন দাখিল হয়। ২০১৬ সালে মেলায় ২৮ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ১৫ হাজার ৯৭২ জন। ২০১৫ সালে মেলায় ৮ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৭২৭ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ১০ হাজার ৯১০ জন। ২০১৪ সালে মেলায় ২৯ কোটি ১০ লাখ ২ হাজার ৫৯৭ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ১৩ হাজার ১২০ জন। ২০১৩ সালে মেলায় ১৯ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৭০২ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ৮ হাজার ২৯৮ জন। ২০১২ সালে মেলায় ৮ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৯৭৫ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ৭ হাজার ৫০৬ জন। ২০১১ সালে মেলায় ৩ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৭২৯ টাকা রাজস্ব আদায় হয়। আর মেলায় এসে রিটার্ন দাখিল করেন ৪ হাজার ৩১৪ জন।
খুলনা কর অঞ্চলের উপ-কমিশনার সদর দপ্তর (প্রশাসন) খোঃ তারিফ উদ্দিন আহমেদ বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ করা হয়। এবারের মেলায় আয়কর আদায়ে রেকর্ড হয়েছে খুলনা কর অঞ্চলে। যা বিগত ৮ বছরে সবচেয়ে বেশি।