শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদন্ড রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, রাজুু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তুহিন গাজী। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে। এছাড়া মামলায় রায়ে ৮ আসামীকে খালাস দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ খুলনা মহানগরীর শের এ বাংলা রোডস্থ আমতলায় একটি বাড়িতে থাকতেন। গত ২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দু’মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।
২০১৭ সালের ১৪ জানুয়ারি নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০ টায় বাসায় ফেরেন তিনি। রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১ টার মধ্যে কোন এক সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দু’লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনায় পরের দিন ১৬ জানুয়ারি নিহতের ছোটভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন, যার নং ১৩। মামলার তদন্তে নেমে পুলিশ আসামিদের খোঁজ পায়। একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মোঃ কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রায় ৩ বছর স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত এ রায় দেন।