শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো অবস্থায় অজ্ঞাত ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে প্রথমে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, চিংড়িখালী এলাকার বাইপাস সড়কের পাশে লুঙ্গি ও পাঞ্জাবি পড়া একজনকে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের বয়স আনুমানিক ৫০-৫২ বছর।
নিহতের শরীরে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানান ওসি।
নিউজটি শেয়ার করুন :