শেখ নাসির উদ্দিন, খুলনাঃ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডেও সেই চেনা মুশফিকুর রহিমের দেখা মিলল না। সম্ভাবনা জাগিয়েও খেলা হচ্ছে না বড় ইনিংস। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে আরও একবার হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাকে।
শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীর এই ব্যাটসম্যান খুলনার বিপক্ষে ৪৪ রানে ফেরেন সাজঘরে। এদিন আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন
খুলনার নুরুল হাসান সোহানও। মাত্র তিন রানের জন্য পেলেন না শতরান। এদিন অবশ্য সব মিলিয়ে বোলারদের দাপটের দেখা মিলেছে খুলনায়। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫ রান করেছে খুলনা। জিততে রোববার ম্যাচের শেষ দিনে ৯ উইকেট হাতে নিয়ে তাদের চাই ১০৮ রান। এর আগে ১ম ইনিংসে ৩০৯ রান করে খুলনা। রাজশাহী ১ম ইনিংসে ২৬১ রানের পর দ্বিতীয় ইনিংসে আটকে যায় ১৭০ রানে।
শনিবার পুরোটা দিনেই ছিল বোলারদের দাপট। ১৫ উইকেটের পতনের দিনে দুবার মাঠে নামতে হয়েছে খুলনার ব্যাটসম্যানদের। সকালে ৬ উইকেটে ২২৭ রান নিয়ে ১ম ইনিংস শুরু করে তারা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নূরুল হাসান বেশ লড়েছেন। শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে দেখা পেলেন না শতরানের। ৯৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রাজশাহী। আর শুরুতেই পড়ে চাপের মুখে। দলের ২৮ রানে শেষ তিন টপ অর্ডার ব্যাটসম্যান। তারপর কিছুটা লড়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দু’জন যোগ করেন ৮৪ রান।
শান্ত ফেরেন ৫৭ রানে। আর মুশফিক ৪৪ রান তুলে ধরেন সাজঘরের পথ। তারপর পথ হারায় দল। পেসার আল-আমিন ও স্পিনার আব্দুর রাজ্জাক নেন চারটি করে উইকেট। মুস্তাফিজ পেলেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী ১ম ইনিংস: ২৬১/১০।
খুলনা ১ম ইনিংস: ১০৮.৩ ওভারে ৩০৯/১০ (এনামুল ৩৪, সৌম্য ০, ইমরুল ৯৩, তুষার ৪৩, মিঠুন ৪, নুরুল ৯৭*, মিরাজ ৫, রাজ্জাক ১২, রুবেল ০, মুস্তাফিজ ৯, আল-আমিন ১; শফিউল ৩/৫৫, মোহর ১/৩৮, ফরহাদ রেজা ১/৪৪, তাইজুল ২/৯৭, সানজামুল ২/৬৫)।
রাজশাহী ২য় ইনিংস: ৬০ ওভারে ১৭০/১০ (মিজানুর ০, জুনায়েদ ৫, ফরহাদ ১১, শান্ত ৫৭, মুশফিক ৪৪, সানজামুল ২৫, ফরহাদ রেজা ০, শাকির ৯, তাইজুল ৯, শফিউল ১০; মুস্তাফিজ ২/১৮, আল-আমিন ৪/১৭, রাজ্জাক ৪/৬২)।
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ১২৩)৩ ওভারে ১৫/১ (এনামুল ৪, সৌম্য ০*, ইমরুল ১১*; শফিউল ১/১১)।