শিরোনাম

খুলনায় ডেঙ্গুজ্বরে আরও এক নারীর মৃত্যু

শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলী আক্তার (৩০) নামে একজন ডেঙ্গু রোগী মারা গেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।

হাসপাতালে ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী লাভলী কে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে খুলনায় এ পর্যন্ত মোট ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

নিউজটি শেয়ার করুন :