শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত শ্রাবন্তী (৫) নামের শিশু মারা গেছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ৩টা ২০ মিনিটে সে মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রাবন্তীর যশোর জেলার বাঘার পাড়ার রামচন্দ্রপুরের মো. সোহাগের মেয়ে । ৩১ আগস্ট সন্ধ্যায় খুমেকে ভর্তি করা হয় শ্রাবন্তীকে। সে খুমেকের আইসিইউতে ভর্তি ছিলো।
এ নিয়ে খুলনায় মোট নয় জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
নিউজটি শেয়ার করুন :