শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনায় ডেঙ্গুজ্বরে সজিব খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
মৃত সজীব গোপালগঞ্জ জেলা সদরের পুটিবাড়ি এলাকার সাইদ খানের ছেলে। এ নিয়ে খুলনায় ডেঙ্গুজ্বরে ২১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আরপি চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, সজিব খান নামের ওই যুবক গোপালগঞ্জ থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মারা যান তিনি।
নিউজটি শেয়ার করুন :