শিরোনাম

খুলনায় তরুণদের আড্ডা করোনার ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে

ওলামা কণ্ঠ ডেস্ক: রোববার ২৫ জুলাই’২০২১ রাত সাড়ে ১০ টার দিকে দেখা গেছে এক ডজনেরও বেশি মোটর সাইকেলে এসে তরুণ-যুবকেরা আয়েশ করে আড্ডা দিচ্ছে। তাদের বেশিরভাগই খুলনার অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পাশে গোপনে খোলা থাকা কয়েকটি চায়ের দোকান। করোনার কঠোর লকডাউনের মধ্যে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা ১১ টা পর্যন্ত চলে চা সিগারেটের এ আড্ডা।

শোনা গেছে, পুলিশ খুব একটা নজর দেয় না এদিকে। সরেজমিনে এ অভিযোগের সত্যতা মিলেছে। করোনার এ ক্রান্তিলগ্নে প্রকাশ্যে এ ধরণের জনসমাগম ও আড্ডা করোনার ঝুঁকিকে বহুগুন বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

খুলনা জজকোর্টের মোড় বললেই সবাই চেনে। রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এর সরকারি বাসভবন থেকে মাত্র ১০০ গজ সামনে। পাশেই সার্কিট হাউজ। পেছনে ডিসি অফিস ও আদালত ভবন। ভিআইপি এলাকা বলে পরিচিত এই এলাকাটি করোনাকালে সন্ধ্যার পর উঠতি বয়সীদের আড্ডার নিরাপদ জায়গায় পরিণত হয়েছে।

এ বিষয়ে খুলনা সদর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই টিপু সুলতান জানান, দ্রুত এ বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :