শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সপ্তাহব্যাপী আয়কর মেলা জমে উঠেছে খুলনায়। মেলায় প্রথম তিন দিনে ৭ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৪৭৩ টাকা আয়কর জমা পড়েছে। পাশাপাশি তিন দিনে মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ২৯ হাজার ৯০৮ জন। রিটার্ন দাখিল করেছেন ১১ হাজার ৩৫১ জন। আর নতুন টিআইএন গ্রহণ করেছেন ৫০৯ জন।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ তথ্য জানান। তিনি আরো জানান, মেলার প্রথমদিন ১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ৭০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ২ হাজার ৮ জন। রিটার্ন দাখিল করেছেন এক হাজার ২৮০ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১৩৩ জন।
মেলার দ্বিতীয় দিন খুলনা অঞ্চলে ২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৮৭৯ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১০ হাজার ৬৯৮ জন। রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৬৯১ জন। নতুন টিআইএন নিয়েছেন ১০৪ জন।
মেলার তৃতীয় দিন খুলনা অঞ্চলে ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ২০২ জন। রিটার্ন দাখিল করেছেন ৬ হাজার ৩৮০ জন। নতুন টিআইএন নিয়েছেন ২৭২ জন।
খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলছে। মেলায় মোট ৪২টি স্টল রয়েছে।