শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের এক নার্স এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতাকর্মী (২৯) ও এক পুরুষ নৈশপ্রহরী (৩৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় খুলনা সিভিল সার্জন ডা. সুজ্জাত আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আজ খুমেকের পিসিআর ল্যাবে ৬৮টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা তিনজনই করোনা রোগীদের সেবায় কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, রূপসা হাসপাতালের দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাই হাসপাতালের চতুর্থ শ্রেণির কোয়ার্টার (২) লকডাউন করা হয়েছে। এছাড়াও সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।