শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনার রূপসা উপজেলার দেবীপুর এলাকায় পানের বরজের মধ্যে গলিত অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
খবরটি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সেখানে গিয়ে গলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- অজ্ঞাত মরদেহটি কোন নারীর হবে, ৩০ বছরের মধ্যে বয়স হতে পারে। ৪/৫দিন পূর্বের মরদেহটিতে পঁচে-গলে বিকৃত হয়ে গেছে। ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন :