শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও খালিশপুর এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
রোববার (০৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
এর মধ্যে সোনাডাঙ্গা বয়রা ক্রস রোড এলাকায় স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় ধর্ষক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে খালিশপুরের লেবুতলায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষক রিপন (১৫) ও ইয়াসিন (১৬) এবং তাদের সহযোগী আলামিন (১৬) কে গ্রেফতার করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় জানান, গত ২১ অক্টোবর ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়। শনিবার রাতে থানায় অভিযোগ করলে পুলিশ মেয়েটিকে হেফাজতে নেয় ও ধর্ষণে জড়িতদের গ্রেফতার করে।
অপরদিকে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, শনিবার রাতে থানায় ধর্ষণের অভিযোগ করলে পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে। প্রেমের সম্পর্কে ফাসিয়ে মেয়েটিকে রিপন ও তার বন্ধু ইয়াসিন ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।