শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনায় ফেন্সিডিল ও নারী সহ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত পোনে ১০ টায় খুলনা সদর থানা পুলিশ নগরীর খান জাহান আলী রোডের ৮৫ নাম্বার চারতলা বাড়ী থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই স্থান থেকে সেলিনা বেগম নামে এক মহিলাকেও আটক করে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজিত মন্ডল জানান, নগরীর খান জাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। সমীর কুমার শীলের রাজনৈতিক পরিচয় তিনি জানেন না।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, সমীল কুমার শীল ছাত্রলীগের সহ সভাপতি পদে রয়েছেন। পরে জরুরী সভায় সংগঠন বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে বহিস্কারের সর্বোচ্চ শাস্তি গ্রহণ করা হয়।