শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে হারুন অর রশিদ (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাইপাস সড়কের লতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ খুলনার বড় বয়রার মৃত ইকরাম হোসেনের ছেলে। তিনি পেশায় পিয়াজ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারুন পিয়াজ বিক্রি করে বাইপাসে সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় একটি ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় তার নিজস্ব ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ন। এসময়ে পিছন দিক দিয়ে আসা দ্রুতগামী একটি মিনি বাস তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে সে মারা যায়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রিজাউল করিম বলেন, খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছায় এবং নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট করার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।