শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনার গল্লামারী এলাকা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক নূর মোহাম্মদ অনিক ও মো. মোজাহিদুল ইসলাম রাফি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে গল্লামারী খোরশেদনগর এলাকায় হাসনাহেনা নামে চারতলা একটি ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। সেখান থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছে।
নিউজটি শেয়ার করুন :