শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ অপমান সইতে না পেরে খুলনায় শেখ নূর মোহাম্মদ (৫৮) নামে এক ব্যাংক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাতে নগরীর পশ্চিম বানিয়া খামার বিহার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
শেখ নূর মোহাম্মদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞকাঠির কৃষি ব্যাংক শাখার ম্যানেজার ছিলেন।
এস আই অচিন্ত কুমার হালদার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে, বড় ছেলের খারাপ আচরণ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন :