শিরোনাম

খুলনায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনার তেরখাদায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় হুমায়রা বেগম (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭ টায় তেরখাদার ‘স্বপ্ন সিঁড়ি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকে সেন্টার লিমিটেড’ নামক ওই হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়। মৃত হুমায়রা বেগম তেরখাদার আটলিয়া গ্রামের জিকু শেখের স্ত্রী।

রোগীর মৃত্যুর পর থেকে তাদের পরিবারের লোকেরা হাসপাতালের সামনে আন্দোলন শুরু করে। তারা অভিযোগ তুলেন ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে তেরখাদা থানার পুলিশ সেখানে অবস্থান নেয়।

হাসপাতালটির পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, হুমায়রা বেগম নামের ওই রোগী আজ সকাল ১১ টায় ভর্তি হয়েছিলেন। পরে সন্ধ্যা ৬ টায় ডা. সাধন বিশ্বাস তার অপারেশন করেন। প্রসূতির একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। পরে জরায়ু থেকে রক্ত ক্ষরণ হয়ে অপারেশনের ২০ মিনিট পর রোগী মারা গেছেন। এ সময় রোগীর পরিবারের লোকজন আন্দোলন শুরু করলে ডাক্তার হাসপাতাল ছেড়ে চলে যায়। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বপন রায় বলেন, ওই প্রসূতির মৃত্যুর পর পরিবারের লোকজন আন্দোলন শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সেখানে অবস্থান নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন :