শিরোনাম

খুলনায় ভোলার ঘটনার বিচারের দাবিতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ভোলায় হযরত মুহাম্মাদ সাঃ কে অবমাননা করায় তৌহিদী জনতার মিছিলে পুলিশের নির্বিচারে গুলি চালোনোর প্রতিবাদ এবং ঘটনার দোষীদের বিচারের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান। পরিচালনা করেন নগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া।

মানববন্ধনে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন’র ছবি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সহ সভাপতি মুফতী মুমতাজুল করীম, মুফতী আব্দুর রহিম, মুফতী ইলিয়াছ জাহানাবাদি, মাওলানা কারামত আলী, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতি ইমরান হুসাইন, মাওলানা আবুল হাসান, মুফতি আব্দুর শাকুর, মুফতি আব্দুর রহমান মিয়াজী, মুফতি আসগর আলী, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা ওসমান গণি, মাওলানা আনোয়ারুল আজম, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, মুফতি ইমরান বিন হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মুফতি মুনাওয়ার হুসাইন, মুফতি ইলিয়াছ মানজুরী, মুফতি শেখ আমীরুল ইসলাম, হাফেজ মাওলানা কাবির হুসাইন, মুফতি আনওয়ারুল ইসলাম, মাওলানা নাসিরুদ্দিন আহসান, মাওলানা জুনাইদ মাহমুদ, মুফতি আমানুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ গাজী, ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুহাঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম জায়েফ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে ভোলার ঘটনার সুষ্ঠ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং আগামীকাল বুধবার ডাকবাংলায় ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলার প্রতিবাদ সমাবেশে যোগদানের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন :