শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনায় শামীম গাজী শান্ত (২৫) নামের এক যুবককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর নিরালা হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শামীম মহানগরীর শেখপাড়া শিল্পকলা একাডেমি এলাকার মো. দুলাল গাজীর ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, ৫-৬ জন যুবক হঠাৎ মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে তাকে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থল থাকা তার মোটরসাইকেলও নিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের কোপে তার বাম হাতের কবজি গুরুতর জখম হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।