শিরোনাম

খুলনায় র‌্যাব পরিচয়ে ডাকাতি; গ্রেফতার ৫

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমদ।

এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে খুলনা মহানগরী থেকে তিনজন এবং রাজধানীর রমনা থানা এলাকা থেকে দুইজনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি ও লুট হওয়া মালামাল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খুলনা দিঘলিয়ার চন্দনীমহল স্টার জুট মিল এলাকার গাজী সালাউদ্দিন সুমন (৩৯), খালিশপুর হাডবোর্ড গেটের মো. রবিউল ইসলাম (২১), খালিশপুর নিউমার্কেট রোডের মো. হারুন অর রশিদ (৩৭), বরিশালের বাকেরগঞ্জের ঢাপর কাঠির মো. খায়রুজ্জামান খান তুহিন (৪০) ও খালিশপুর হাউজিং বাজারের মো. মুরাদ শেখ (৪০)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ জানায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার চন্দন সাহা নামে এক ব্যবসায়ী কাবিখা’র ২০৮ বস্তা গম নিয়ে ভাড়া করা ট্রলারে খুলনা মহানগরীর নতুন বাজার লঞ্চঘাটে আসেন। পরে ১৫-১৬ জন র‌্যাব পরিচয়ে ট্রলারের মাঝি মধু সাহাকে মারপিট করে চোখ বেঁধে ঘাটের পাশে থাকা কালো জিপগাড়িতে উঠিয়ে নেয়। এ সময় ট্রলারে থাকা ২০৮ বস্তা গম একটি ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। ২ ঘণ্টা পর চোখ বাঁধা অবস্থায় মাঝিকে খুলনার রয়্যাল মোড়ে ছেড়ে দেয় তারা। এ ঘটনায় ব্যবসায়ী চন্দন সাহা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে খুলনার নতুন বাজার লঞ্চঘাট এলাকা থেকে ডাকাতির মূল হোতা গাজী সালাউদ্দিন সুমনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্য মতে খালিশপুর থেকে রবিউল ও হারুন অর রশীদকে গ্রেফতার করে। এ ছাড়া তাদের কাছ থেকে ২০৮ বস্তা গম উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য মতে ঢাকার রমনা এলাকা থেকে তুহিন ও মুরাদ শেখ নামে আরও দুইজনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধূসর রঙের জিপগাড়ি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন :