শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা ফুলতলা উপজেলার তাজপুর গ্রামে চরমপন্থি দলের সাবেক সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৭টায় তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তাজপুর গ্রামের লিপু রাতে গরুর হাট এলাকায় ৪/৫ জনের সাথে দাড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ২টি মটর সাইকেলযোগে আসা ৪/৫ জনের একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্ত্রাসীদের ছোড়া গুলি হেমায়েত হোসেন লিপুর মুখে ও পেটে বিদ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।
নিহত লিপু আগে চরমপন্থি দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। কিছুদিন আগে সে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে।