শিরোনাম

খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগর শাখার সভা অনুষ্ঠিত

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

দক্ষিণ এশিয়ার অন্যতম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখা গঠনের লক্ষ্যে শুক্রবার (৫ ফেব্রুয়ারী ২০২১) এক প্রস্তুতি সভা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিকাল ৪ টায় নগরীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর উপস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।

সভায় উপস্থিত সকলে কেক কেটে এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সার্কের বিভিন্ন দেশ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থা কর্তৃক অনুমোদিত এই সংগঠনের খুলনা মহানগর শাখার যাত্রার শুভ সূচনা করেন। উপস্থিত নেতৃবৃন্দ এই মহান ভাষা আন্দোলনের মাসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সর্বস্তরে মানবাধিকার সুরক্ষায় কাজ করার লক্ষ্যে এই সংগঠনের সাথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব সরদার আবু তাহের, আব্দুস সালাম শিমুল, মোঃ আজিজুল হক, হুমায়ুন কবির বালি, বিমল মল্লিক, অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান, অধ্যাপক ইনামুল হক সবুজ, রোটাঃ খান ইমরান আহমেদ, অধ্যক্ষ আখি আক্তার, এসকে এমডি বাহালুল আলম, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, এস কে রানা আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, বিপ্লব কান্তি দাস, মোঃ বদিউজ্জামান, মোঃ কামাল হোসেন, কাজী আব্দুল মান্নান, মোঃ মনির হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ সাবির খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :