শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট জামিয়া কারিমীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সোমবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পাট বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেগ আনিসুর রহমান (৫২) নিহত হয়েছে। পুলিশ ট্রাক এবং মাহেন্দ্র দুটোই আটক করেছে।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে জানা যায়,পাট বোঝাই একটি ট্রাক(যশোর ট-১১-০৯১৪) বেজেরডাঙ্গা আইয়ান জুট মিল থেকে পাট বোঝায় করে রেলিগেট বিশ্বাস জুট ট্রেডার্সে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা সোয়া ৭টায় ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্নে পৌছলে পাট বোঝায় ট্রাকটিকে দ্রুতগামী মাহেন্দ্র (খুলনা মেট্রো থ-১১-০৮৩৭) ওভারটেক করার সময় ট্রাকের সাথে মাহেন্দ্রের ধাক্কা লাগে। এ সময় মাহেন্দ্রের সামনে থাকা বেগ আনিস ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের একটি টীম রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।