শিরোনাম

খুলনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরী‌তে সড়ক দুর্ঘটনায় মুনসুরুল আলম (৬০) না‌মের এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছে।
আজ সোমবার বেলা ১১ টায় নগরীর সঙ্গীতা সিনামা হ‌লের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ জানায়, নিহত মুনসুর শিববাড়ী মোড় থে‌কে সিএন‌জি যো‌গে ডাকবাংলা মো‌ড়ের জন্য ওই গাড়ী‌তে ও‌ঠে। সঙ্গীতা সি‌নেমা হ‌লের নিকট পৌঁছামাত্র সিএ‌নজি আইল্যান্ডের সা‌থে স‌জো‌রে মে‌রে দেয়। এতে মুনসুরুল গাড়ী থে‌কে প‌ড়ে গি‌য়ে মারাত্মক জখম হন। এলাকাবাসী তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জে নি‌য়ে গে‌লে কত‌র্ব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ব‌লে ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন :