শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনার দাকোপ উপজেলায় পুলিশ হেফাজত থেকে ইব্রাহিম খাঁ নামের মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় দাকোপের চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা থেকে সে পালিয়ে যায়। দাকোপ থানা পুলিশ বাসে করে তাকে খুলনার আদালতে নিয়ে আসছিলো।
পলাতক ইব্রাহিম খাঁ চালনা পৌরসভার আচাভূয়া গ্রামের আফতাব খাঁ’র ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুই পিস ইয়াবাসহ আচাভূয়া বাজার থেকে ইব্রাহিমকে আটক করে দাকোপ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় বাসে করে তাকে খুলনায় আনার প্রস্তুতি চলছিলো। এজন্য ভ্যানে করে চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা আনা হয়। সেখানে বাসে ওঠানোর সময় ইব্রাহিম পালিয়ে যায়। এ সময় তার হাতে হ্যান্ডকাপ ছিলো।
এ ব্যাপারে দাকাপে থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, পলাতক ইব্রাহিমকে আটকের চেষ্টা চলছে।