শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতি ত্রী বার্ষিক নির্বাচন গতকাল (৭ মার্চ) শনিবার নিজস্ব কার্যালয়ে সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সমিতির কার্যনির্বাহী পরিষদে ইতিমধ্যে ৯ পদের ৮ টি পদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার শুধুমাত্র সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা করেন দোয়াত কলম প্রতিক নিয়ে গৌরাঙ্গ সাহা ও আনারস প্রতিক নিয়ে ছিদ্দিকুর রহমান। নির্বাচনে দোয়াত কলম প্রতিক নিয়ে গৌরাঙ্গ সাহা নির্বাচিত হন তার প্রাপ্ত ভোট ১০৩, আনারস প্রতিক নিয়ে ছিদ্দিকুর রহমান পেয়েছেন ৩৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ১৫৬ জনের ভিতর ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সভাপতি আব্দুর রব, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান। প্রধান নির্বাচন পরিচালক ছিলেন মোঃ মোস্তফা কামাল।