শিরোনাম

খুলনা পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহ-স্বপ‌রিবা‌রে ক‌রোনায় আক্রান্ত

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলা পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহ ক‌রোনায় স্বপ‌রিবা‌রে আক্রান্ত হ‌য়ে‌ছেন। তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ভিআই‌পি কে‌বি‌নে রে‌খে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে। প‌রিবা‌রের অন‌্য সদস‌্যদের বাসায় আই‌সো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে।

পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহর বন্ধু খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের সহকারী অধ‌্যাপক ডাঃ শহীদুল ইসলাম মুকুল ব‌লেন, ‘এস‌পি শ‌ফিউল্লাহ, তার আম্মা, স্ত্রী, দুই সন্তান গত ২৬ তা‌রি‌খে ক‌রোনা শনাক্ত হয়। তারা বা‌ড়িতে আই‌সো‌লেশ‌নে আ‌ছেন। কিন্তু আ‌গে থে‌কে এজমা সমস‌্যা থাকার কার‌ণে পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহ‌কে শ‌নিবার বি‌কে‌লে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ভিআই‌পি কে‌বি‌নে ভ‌র্তি করা হয়। তার শারী‌রিক অবস্থা স্থী‌তিশীল র‌য়ে‌ছে।’

নিউজটি শেয়ার করুন :