শিরোনাম

খুলনা মহানগরীতে ঢোকা ও বাহির হওয়ার উপর নিষেধাজ্ঞা

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ নভেল করোনা ভাইরাসের ছোবলে থমকে গেছে গোটা বিশ্ব। প্রভাব ঠেকাতে বিশ্বের অনেক দেশ লকডাউন করা হয়েছে। বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তৈরি হয়েছে অঘোষিত লকডাউন পরিস্থিতি। এ পরিস্থতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার নির্ধারিত সুনিদ্দিষ্ট ব্যক্তি ও যানবাহনেরব গমনাগমন ব্যতীত অন্য সকল ব্যক্তিবর্গ ও যানবাহনের খুলনা মহানগরী এলাকা হতে প্রস্থান ও মহানগরীতে আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় এ নিষেধাজ্ঞা জারি করেছে কেএমপি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, জরুরি প্রয়োজন ছাড়া খুলনা নগরে কেউ ঢুকতে পারবেন না। আবার কেউ বের হতে পারবেন না। নগরীতে প্রবেশ করতে যতটি স্থান আছে সবগুলতে পুলিশের পাহারা থাকবে। তিনি আরো বলেন, নগরীতে ফার্মেসী ব্যাতীত অন্য কোন দোকান সন্ধ্যা ৭ টার পর খোলা রাখা যাবে না। জনসমাগম রোধে পুলিশী টহল বাড়ানো হয়েছে। করোনা প্রতিরোধে আইন শৃংখলা বাহিনী সর্বক্ষণ মাঠে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন :