শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মহানগরীর ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
অনুরূপভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিয়ন্ত্রণাধীন ৮টি থানায় ৫২টি বিটে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি শেয়ার করুন :