শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আজ শনিবার (২১ আগস্ট) রাত ৯ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গওহরডাঙ্গা মাদ্রাসার নূরানী শাখার শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসাইনের শয্যাপাশে উপস্থিত হয়ে তার সার্বিক চিকিৎসার খোঁজ-খবর নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
তার শয্যাপাশে এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি মুফতি আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুফতী মাওলানা ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক কারী আব্বাস আমিন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর যুগ্ন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোল্লা মিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তার সার্বিক খোঁজ-খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন তার করোনা ও ডেঙ্গু নেগেটিভ তারপরও তার শরীরে জ্বর থাকে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।