নিজস্ব প্রতিবেদক: ৩০শে জুলাই মঙ্গলবার, চট্রগ্রাম নগরীর এলাকা জুড়ে একটি চক্রমহলে একটি টিম ছেলে ধরা বলে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে হতাশার মুখে ফেলে ভোগান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সোশাল মিডিয়াতে।
এগুজব আসলে সত্যি না, আসলে এটা একটি চক্রমহলের কাজ। যেখানে দেখবেন ছেলে ধরার নামে গণপিটুনি দেখবেন সেখানে পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন, মিথ্যা গুজবকে না বলুন।
ছেলে ধরা নিয়ে মিথ্যা গুজব ছড়াবেন না, গণপিটুনি দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না। যেখানেই ছেলে ধরার নামে গণপিটুনি সেখানেই ৯৯৯ লাইনে কল করুন এবং সাথে সাথে পুলিশকে কল করুন এই নাম্বারে:০৩১৬৩৯০২২ অথবা ০১৬৭৯১২৩৪৫৬।
জনসার্থে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
নিউজটি শেয়ার করুন :