স্টাফ রিপোর্টার, আমির বিন সুলতান: গত (২ আগস্ট ১৯ইং) শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত “কারিতাস মিলনায়তনে” মালিবাগ মোড়, ঢাকায় অনুষ্ঠিত হয় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন।
এতে উদ্বোধক ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্মসচিব গবেষক এস. এম. রইজউদ্দিন আহম্মদ। কথা সাহিত্যিক মইনুদ্দিন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি একুশে পদক প্রাপ্ত, শুদ্ধতার কবি অসীম সাহা। মূল প্রবন্ধ পাঠ করেন ড. মুস্তাকুল হক, প্রধান বক্তা ছিলেন এন বি আর এর সাবেক চেয়ারম্যান গবেষক ড. আবদুল মজিদ।
অতিথি কবি সালেম সুলেরী আমের, আবৃত্তিশিল্পি সীমা ইসলাম, বদরুল আহসান খান, ডা. টিপু রহমান, ড৷ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুদ্দিন শেখ, কবি জমশেদ ওয়াজেদ, কবি ময়েজ মোহাম্মদ, ইউডা বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. এম. এ. ইউসুফ, কবি আতিক হেলাল, সরকারের যুগ্মসচিব মশিউর রহমান, মেজর পলক রহমান, শিল্পি আবদুল মোন্নাফ, শিল্পি লিজা,কবি মাসুম বিল্লাহ ও কবি অঞ্জনা সাহা।
অন্যান্যের মধ্যে ছিলেন কবি মোহাম্মদ মিজানুর রহমান, কলামিস্ট গবেষক সাঈদ আহমদ আনীস প্রমুখ।
উদ্দীপনা মূলক বক্তব্য রাখেন গাঙচিল প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক খান আখতার হোসেন। সার্বিক দায়িত্বপালন করেন বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান ও উপস্থাপনায় ছিলেন চলচ্চিত্র অভিনেতা কবি এ বি এম সোহেল রশিদ, দিপাশ আনোয়ার, শ্রুতি খান, জান্নাতুল জান্নাত। কবিতা অনুষ্ঠানের দায়িত্বপালন করেন কবি শাহী সবুর, কবি শফিকুল ইসলাম ও কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ।
উক্ত সম্মেলনে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য “গাঙচিল বর্ষ সেরা দশ গুণীজন” /২০১৮ এর সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
দশ গুণীজন হলেন যথাক্রমে:-
১. কবি থিওফিল নকারক, ঢাকা।
২. কবি পলক রহমান, গাইবান্ধা।
৩. কবি শাহী সবুর, ঢাকা।
৪. কবি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সিলেট।
৫. কবি সৈয়দা তৈফুন নাহার, বাগেরহাট।
৭. কবি মফিদুল ইসলাম, খুলনা।
৮. কবি খন্দকার কানিজ ফাতেমা মানি, কুষ্টিয়া।
৯. কবি মোহাম্মদ ইউনুস আলী, নাটোর।
১০. কবি সোবহান আমিন, সাতক্ষীরা।
১১. কবি তাহেরা খাতুনা, ঢাকা।
এছাড়াও গাঙচিল আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়। আজীবন সদস্য সম্মাননা প্রাপ্তরা হলেন –
১. কবি আলাউদ্দন গাজী, ঢাকা
২. কবি খাজা আব্দুর রহমান, নওগাঁ
৩. গল্পকার একে আজাদ পান্না, কুমিল্লা
৪. কবি প্রফেসর এম এ ইউসুফ, ঢাকা
৫. কবি আমির হোসেন, ঢাকা
৬. কবি শাহ আলম খশরু, যশোর
৭. কবি অমর কান্তি মজুমদার, ঢাকা
৮. কবি আনোয়ারা খাতুন, সুনামগঞ্জ
এবং গাঙচিল অনলাইন কবিতা প্রতিযোগিতায় নিমোক্ত বিজয়ীদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-
১. ইঞ্জিঃ কবি মহি উদ্দিন, চট্টগ্রাম।
২. কবি রফিকুল ইসলাম চৌধুরী, রংপুর।
৩. কবি হাফিজ রহমান, ঢাকা।
৪. কবি হাসু কবির, ঢাকা।
৫. কবি আতাউর মালেক, লালমনিরহাট।
৬. কবি লাকী বিশ্বাস, সুনামগঞ্জ।
৭. কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, সুনামগঞ্জ।
৮. কবি এস এম শামসুদ্দিন, চট্টগ্রাম (আবুদাবি)
৯. কবি এস এম আব্দুর রহমান, খুলনা।
বিভিন্ন জেলা/উপজেলা এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের কবি সাহিত্যিকদের মিলন মেলায় মুখরিত হয়ে উঠে গাঙচিলের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন। সম্মেলনে আগত প্রত্যেক কবিদেরকে কবিতা পাঠের জন্য উত্তরীয়, কলম, প্যাড, ব্রাশ ও প্লাস্টিকের ফাইল শুভেচ্ছা স্বরূপ প্রদান করা হয় এবং সবাইকে হালকা আপ্যায়ন করানো হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ৯:০০ টার সময় সম্মেলনের সমাপ্তি হয়।