শিরোনাম

গাজীপুর কালিয়াকৈরে প্রশাসনের পরিচয় দিয়ে একটি চক্র জনসাধারণকে মিথ্যা হয়রানি

ওলামা ডেস্ক: আনিত অভিযোগের সাপেক্ষে সংবাদ মাধ্যম অনুসন্ধানে গেলে এমনি এক পরিবার ও ভুক্তভোগী মোঃ সানােয়ার হোসেন, পিতা । আফাজ উদ্দিন , সাং – ভান্নাড়া, থানা – কালিয়াকৈর , জেলা – গাজীপুর, অভিযোগ করেন যে , প্রায়, ১০ দিন পূর্বে আমার একজন আত্নীয়ের একটি অভিযােগের বিষয়ে স্থানীয় বিচার শালিস হয় ।

উক্ত বিচার শালিসটি সুষ্ঠ না হওয়ায়, যদিও শালিসিটি এখনো মৌচাক ইউনিয়ন পরিষদে  বিচারাধীন, এক পর্যায় বিবাদী পক্ষ শালিসি টি ইউনিয়ন পরিষদ প্যানেল কে অবমাননা করে উঠে আসে, এবং ঘটনাটির একাধিক মামলা গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ততদারক রয়েছে।

বিবাদী পক্ষ স্থানীয় ও রাজনৈতিকদের ক্ষমতার দাপটে বাদীপক্ষদের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে মিথ্যাচরণ ও হুমকি প্রধান করে আসতেছে। এক পর্যায় বাদীপক্ষ কোন মিমাংসা না পেয়ে, কোন উপায় না পেয়ে আনুমানিক গত দশ দিন (১০) দিন আগে ভুক্তভোগী মধ্যের এক জন মোঃ সানোয়ার হোসেন সহযোগীতার জন্য উপস্থিত হন স্থানীয় রাজনীতিবীদ, বিবাদী ১ । মােঃ আমির হােসেন ( ৪০ ), পিতা – মৃত হকে , সাং – ভান্নারা, পােড়াচালা, থানা – কালিয়াকৈর, জেলা গাজীপুরের নিকট তিনি ঘটনাটি শুনে একটি আইনি পরামর্শ দেন প্রশাসনিক পরিচয়ে এ এস আই মনির পরিচয়ে কালিয়াকৈর থানাধীন কর্মরত ঐ ব্যক্তির মােবাইল নাম্বার দেয় (০১৮৭৭০৩৩৬১৪) এবং তিনি বলে দেয়  যে , এটি কালিয়াকৈর থানার এসআই মনির সাহেবের ফোন নাম্বার । পরে আমি উক্ত নাম্বারে ফোন করিলে উক্ত নম্বরধারী ব্যক্তিও এসআই মনির পরিচয় দেয় এবং বেশ কিছুদিন পূর্বে উক্ত এসআই মনির পরিচয়ধারী ব্যক্তি আমার চাচা মোয়াজ্জেম মৃধাকে ফোন করিয়া বলে যে , আমাদের নামে থানায় মামলা আছে এবং মামলাটি নিষ্পত্তির জন্য কিছু টাকা চায় । যদিও আমার চাচা একজন প্রবাসী তিনি ছুটি পেয়ে দেশে বেড়াতে আসেন, তাকে বলেন তার নামে মামলা হলে আর বিদেশে গমন করিতে পারবেন না। চাচা ভয়ে আতংকিত হয়ে এ এস আই মনিরের কথা শোনেন এবং বিষয়টি গোপন রাখতে বললে তিনি গোপন রাখেন। বিষয় টি আমাকে ও জানান না ।  পরে আমার চাচা সরল বিশ্বাসে উক্ত ব্যক্তিকে তিনবার ২০,০০০/- , ১০,০০০/- এবং ৫,০০০/- টাকা করিয়া উক্ত ব্যক্তির উল্লেখিত নম্বরে বিকাশ করিয়া দেয় ।

এক সময় ঐ এ এস আই মনির একটি চক্র তৈরি করে মোবাইল ফোনের মাধ্যমে বড় অংকের টাকা চাইলে চাচা আমাকে জানান। আমি তখন ঐ এ এস আই মনির এর সাথে দেখা করতে চাই, তিনি দেখা না করে, মামলা টি মিমাংসা করে দিবে বলে আরও কিছু টাকা চায়, যদি না দেই আমাকে সহ ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করবে বলে ভয় দেখান ।

পরে আমি কোন উপায় না পেয়ে আমার বিকাশ থেকে আমিও সরল বিশ্বাসে গত ইং ২৭/০৯/১৮ ইং বিকাল ৫:১৯ ঘটিকার সময় আমার নিজের বিকাশ নম্বর ০১৯৫৭৩০৩৪৮০ হইতে উক্ত বিবাদীর বিকাশ নম্বর ০১৮৭৭০৩৩৬১৪ তে ৮,০০০/ – টাকা পাঠাইয়া দেই। আমি উক্ত ব্যক্তির সহিত দেখা করিতে চাহিলে সে বিভিন্ন তালবাহানা মূলক কথাবার্তা বলে । পরে আমার উক্ত ব্যক্তিকে সন্দেহ হইলে আমি আমার সু-পরিচিত মামা, সাংবাদিক ও ঢাকা জেলার জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (নব নির্বাচিত কমিটি) এবং বিশ্ব সন্ত্রাস বিরােধী সংগঠন, (বাংলাদেশ অধ্যায়) এর সহ-সভাপতি শেখ তিতুমির কে বিষয়টি অব্যহিত করি। তিনি পরে কালিয়াকৈর থানাধীন এ এস আই মনির কে চিনেন।

তিনি একজন ভাল মানুষ বলে আমাকে অবহিত করেন এবং তিনি আমার নিকট থেকে ঐ চক্রের ভূয়া পুলিশ এ এস আই মনির প্রতারুক এর নাম্বার চান এবং যোগাযোগ করিলে তাহাকে বাজে বাজে কথা বলে এবং হুমকি প্রধান করেন। এবং আমাকেও নানান ভাবে ভয় দেখাতে থাকেন। আমি মোবাইল ফোনের হুমকি প্রধানের রেকর্ডিং ও বিকাশে টাকা নিয়েছে এই ডকুমেন্ট নিয়ে আমার সু-পরিচিত মেম্বার জুয়েল সাহেবের নিকট ইউনিয়ন পরিষদে দেখা করে জানাই।

তিনি আমাকে আইনগত ব্যবস্থা নিতে কালিয়াকৈর থানায় যোগাযোগ করতে বলে। আমি তখনি দ্রুত কালিয়াকৈর থানা ওসি তদন্তের জন্য মোঃ কাসেম স্যারের নিকট ঘটনার প্রাথমিক বিবরণ দিলে তিনি অভিযোগ দিতে বলে তার পর ব্যবস্থা নিবেন আমাকে জানান ,তখন আমি একটি অভিযোগ দিলে ওসি তদন্ত মোঃ কাশেম স্যার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ি এ এস আই জামাল  সাহেব কে ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলেন। বর্তমানে বিষয় টি প্রক্রিধীন রয়েছে।

এসময় মোঃ সানোয়ার হোসেন সংবাদ মাধ্যম কে আরও বলেন, এবং মোবাইল ফোনের রেকর্ডিং শোনান। বিবাদীগণ আগে থেকে হুমকি প্রধান করিয়া আসতেছে এবং আমি থানায় অভিযোগ করিলে ভূয়া পুলিশ নামধারী এ এস আই মনির বিবাদী বিভিন্ন তালবাহানা মূলক কথাবার্তা বলে এবং আমাদেরকে খুন জখমের হুমকি প্রদান করে ।

বর্তমানেও উক্ত বিবাদী আমাদেরকে প্রকাশ্যে ও মােবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের খুন জখমের হুমকি প্রদান করিতেছে । উক্ত বিবাদী প্রতারণার আশ্রয় নিয়া আমাদেরকে উল্লেখিত এসআই মনির পরিচয়ধারী ব্যক্তির ফোন নম্বর দিয়া ও এবং উক্ত এসআই মনির পরিচয়ধারী ব্যক্তির সহায়তায় আমাদের নিকট হইতে মােট ৪৩,০০০/ – টাকা নিয়েছে। এরা খুবই খারাপ প্রকৃতির লোক। সে পরবর্তীতে আমাকে ও আমার পরিবার পরিজন কে আরাে বড় ধরনের ক্ষতি করতে পারে।

তাই এই ব্যাপারে প্রশাসন, সংবাদ মাধ্যমের নিকট মানবতার স্বার্থে বিচার চেয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন :