শিরোনাম

গুজবকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে কী

আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ এখন গুজবের দেশে পরিণত হয়েছে। ছেলে – মেয়ে ধরে নিয়ে যাওয়ার একের পর এক কল্প কাহিনী জনমনে আতঙ্ক বিরাজ  করছে। অপরদিকে পুলিশ প্রশাসন চরম  পেরেশানীতে পড়েছে। অচেনা কেউ এলাকায় প্রবেশ করলেই ছেলে মেয়ে ধরা সন্দেহে গণ পিটুনিতে বেশ কয়েকজন আহত  ও নিহত হয়েছে। প্রয়োজনের তাগিদে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে হয়রানীর শিকার হচ্ছে। জননিরাপত্তার জন্য ভ্রাম্যমান আদালত বসিয়ে কঠোর শাস্তি প্রদান করা জরুরী বলে সচেতন মহল মনে করেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, পেটে কথা না থাকা মহিলারাই ছেলে – মেয়ে ধরে নিয়ে যাওয়ার গুজব কাহিনী একে অপরের নিকট ছড়াচ্ছে। চিলে কান নিয়ে গেল শুনে কানে হাত না দিয়েই চিলের পিছনে দৌড়ানোর মতোই ছেলে – মেয়ে ধরা কল্প কাহিনীর পূনরাবৃত্তি ঘটছে। এদেশের জনগণ সচেতন হলে কখনো গুজবে কান না দিয়ে বরং গুজব ছড়ানো ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করত বলে সচেতন মহল মনে করেন।

তারা আরো মনে করেন; স্বার্থান্বেষী একটি চক্র  পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছে। দ্রুত বেগে এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টি করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ফায়দা লুটতে চাচ্ছে। আমাদের লৌহজংস্থ প্রতিনিধি মাওলানা কবির হুসাইন জানান, প্রতিদিন নতুন নতুন ছেলে – মেয়ে ধরার কল্প কাহিনীর পাশাপাশি নানা ধরনের গুজবে জন সাধারণ আতঙ্কিত হয়ে পড়েছে।

অত্র থানার পুলিশ  গণসচেতনার লক্ষ্যে অটো রিকশায় মাইক দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। তিন দিন সারা বাংলাদেশে বিদ্যুৎ থাকবে না বলে গুজব চতুর্দিকে ছড়িয়ে পড়লে পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জন সাধারণকে সচেতন করার লক্ষ্যেও প্রচার করা হয়।

নিউজটি শেয়ার করুন :