শিরোনাম

গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন”র উদ্যোগে মৃতদের কাফন- দাফন’র প্রশিক্ষণ সম্পন্ন

 

গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ

বিশ্বব্যাপি নোভেল করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন কাফন ব্যবস্হাপনার উপর প্রশিক্ষণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২/৪/২০ইং (রবিবার) সকাল ৯টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ রেহান উদ্দিনের সভাপতিত্বে ও এম ও ডিসি ডাঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ ও হাসপাতালের অন্যান্য অফিসারবৃন্দ।

প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন,গোয়াইনঘাট উপজেলা ইমাম সমিতির সভাপতি ও গোয়াইনঘাট হোসাইনিয়া মাদরাসার মুহতামিম আলহাজ্জ্ব মাওলানা আব্দুল মতিন, ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক ফাউণ্ডেশন গোয়াইনঘাট উপজেলার মডেল কেয়ার টেকার মাওলানা সালেহ আহমদ, দারুল হাদিস জাতুগ্রাম মাদরাসার সাবেক শিক্ষক হাফিজ সাজিদুর রহমান, লেঙ্গুড়া মাদরাসার শিক্ষক ও হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম আলী, দারুল আরকামের শিক্ষক হাফিজ মাওলানা জাকির হোসাইন, আহারকান্দি মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আবুল হাসনাত, উপজেলা মসজিদের মুয়াজ্জিন মাওলানা আজমত উল্লাহ, পুর্ণানগর মসজিদের সাবেক ইমাম মাওলানা ফয়সল আহমদ, দারুল হাদিস লাফনাউট মাদরাসার ছাত্র হাফিজ এহসান উল্লাহ সহ আরো অনেক।

নিউজটি শেয়ার করুন :