গিয়াস উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক সেলিম উল্লাহর সভাপতিত্বে ও গোপাল কৃষ্ণ দে চন্দনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সিরাজ উদ্দিন প্রমুখ।
এরপর দুপুর ১২ টায় গোয়াইনঘাট সরকারি কলেজের অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব। তিনি তার বক্তব্যে বলেন আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ গড়ার হাতিয়ার। তাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদকমুক্ত জাতি গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। সরকার মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে।
মাদককে না বলুন এই বাক্যটি প্রতিটি ঘরে ঘরে পৌছিয়ে দিতে তিনি সকল শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।