সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা গোয়াইনঘাট উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লুৎফুর রহমান। গোয়াইনঘাট উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে মৃত্যু বরণকারী বিএনপি নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত সভায় গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির আহবায়কদের নাম ঘোষণা করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের আহবায়ক হলেন যারা।৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন এবাদুর রহমান, ১০নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন গোলাম সরওয়ার সোহেল, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেেন মাসুদ রানা, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন
মোঃ আংমালিক, রস্তুমপুর ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন সাবেক ইউপি সদস্য ওসমান গনী, ফতেহপুর ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন ডাঃ নাজিম উদ্দীন, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন বশির আহমদ, তোয়াকোল ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন শামসুদ্দিন আল আজাদ, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ জমশিদ আলী। সভায় ৩বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নিঃশর্ত মুক্তি কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লুৎফুর রহমান ১০টি ইউনিয়নের আহবায়ক গণের নাম ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আংহাকিম চৌধুরী, আংমতিন,জসিম উদ্দিন, রফিকুল ইসলাম শাহপরান সহ প্রমুখ।