গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ বর্তমানে করোনা ভাইরাসের কারণে দেশ লকডাউন।এতে দুঃখ কষ্টে দিন অতিক্রম করছেন দিনমজুর ও নিম্ন আয়ের লোকজন। তাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য বিভিন্ন সংঘটন ও ব্যক্তিবর্গ তাদের পাশে দাড়িয়েছে। আবার অনেকে এই সময়কে পরিচিতি ও সুনাম অর্জনের সুযোগ হিসাবে গ্রহণ করে ২০টাকার মাস্ক দিতে ১০জন আর ১৪টাকার সাবান দিতে ৪জন ছবি তোলে।এতে ত্রাণ গ্রহিতাগণ পরিস্থিতির শিকার হয়ে লজ্জায় মুখ ঢেকে ছবি তুলতে বাধ্য হন।
কিন্তু সর্বাদিক বিবেচনা করে ভিন্ন পদ্ধতিতে ৩১/৩/২০ইং মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফতেহপুর ৫ম খন্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হক মেম্বারের ছোট ছেলে আফজল হুসাইন প্রতিষ্ঠত আফজল হুসাইন গণকল্যাণ পরিষদ ত্রাণ বিতরণ করে।রাতের আঁধারে প্রতি ঘরে ঘরে গিয়ে অসহায় ৬০পরিবারের হাতে খাবার তোলে দেন ত্রাণ কর্মীগণ।
ত্রাণ বিতরণী পূর্ববর্তী অনুষ্ঠানে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলামের পরিচালনায় প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে দলমত নির্বিশেষে স্ব স্ব অবস্থান থেকে গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারি কাটিয়ে উঠতে হবে। সবাই মহান মানবতার সেবায় এগিয়ে আসলে যে কোন প্রতিকূল পরিস্থিতিতে সামাজিক সচ্ছলতা বজায় রাখা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজ সরওয়ার হুসাইন, আজমল হুসাইন, বিশিষ্ট শিক্ষানুরাগী মনিরুজ্জামান মনির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল,ছাত্রলীগ নেতা সাফওয়ান আহমদ, রফিক আহমদ টিপু,ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সহ পরিষদের সদস্যবৃন্দ।পরিশেষে দেশ ও জাতি তথা বিশ্ববাসীর কল্যাণে মুনাজাত পরিচালনা করেন পূর্ব তিনমৌজা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বশির আহমদ।