শিরোনাম

ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে বিপর্যস্ত ঝালকাঠি জেলা

 

এম,লুৎফর রহমান, ঝালকাঠি জেলা: আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষিত ঘুর্ণিঝড় বুলবুল পর্যায়ক্রমে প্রথমদিন শনিবার (৯ নভেম্বর’১৯) রাত ১০টার পরে দেশের দক্ষিনাঞ্চলিয় সুন্দরবন ও ভরতে অবস্থিত সুন্দরবনে আঘাত হানে এবং অনেকটা দুর্বল হয়ে যায়।

দুর্বল বুলবুল হঠাত করে শক্তিনিয়ে দ্বিতীয় দিন রবিবার(১০নভেম্বর’১৯) সকাল ১১টা দিকে ঝালকাঠি জেলাসহ পুনরায় উপকুলে আঘাতহানে এতে ব্যাপক খায় খতি হয়েছে।

দক্ষিনাঞ্চলের মহাসড়কে গাছপরে থাকায় গাড়ি চলা চল বিঘ্নিত হয় এক প্রকার বন্ধো হয়ে যায় মাঝেমধ্যে দু-একটি বাইকছারা অন্য কোন জান চলাচল করতে দেখা যায় নি। বৈদ্যুতিক খাম্বা, ট্রান্সমিটার সহ বৈদ্যুতিক তারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন :