শিরোনাম

ঘূর্ণিঝড় বুলবুলের ছোবলে রাঙ্গাবালীতে ফসলের ক্ষতি

 

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের ছোবলে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তিনটি গ্রাম প্লাবিত হয়।
রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাতে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আবদুল মান্নান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ৩৫ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। এরমধ্যে বুলবুলের কারণে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাতে ২৫ থেকে ৩০ শতাংশ ধান আক্রান্ত হয়েছে।

এক-দুইদিন পর চূড়ান্ত ক্ষতির পরিমাণ বলা যাবে। চালিতাবুনিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, স্বাভাবিকের চাইতে জোয়ারের পানি বেশি বৃদ্ধি পেয়ে এই ইউনিয়নের বিবির হাওলা, মধ্য চালিতাবুনিয়া ও গরুভাঙা গ্রামের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ ভাঙা থাকায় দীর্ঘদিন ধরেই এ গ্রামগুলো অরক্ষিত রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন কুমার ঘোষের দাবি, প্রাথমিক তথ্যমতে ঘূর্ণিঝড়ের তা-বে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৩৬টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :