জাহাঙ্গীর আলম, চট্রগ্রাম দক্ষিণ জেলা: গতকাল (৩০ জুলাই ১৯ ইং) চট্রগ্রাম দক্ষিন জেলা লোহাগাড়া থানা অওতাধীন চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী অস্ত্রসহ দুই যুবককে আটক করে।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, অস্ত্র সহ আটককৃতরা হচ্ছে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাট কসাই পাড়া এলাকার মুহাম্মদ কামালের পুত্র এস্কান্দার (২৩) এবং বরিশাল জেলার মূলাদি এলাকার মৃত সুলতান আহাম্মদের পুত্র ইউসুপ রণিত (২৫)।
থানা সূত্রে জানাযায়, বিশ্বস্ত সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে (৩০শে জুলাই১৯ ইং) মঙ্গল বার বিকাল ৫টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজার মুরগীর দোকানের সামনে থেকে চুনতি পুলিশ ফাঁড়ির এস.আই. পিযুস চন্দ্র সিংহ ও এ.এস.আই. চন্দ্র কুমার কু্র্মি এবং এ.এস.আই. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টিম, একটি দেশি তৈরী অস্ত্রসহ -২ যুবককে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে বলে জানা যায়।
এই ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ মেহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আটক ২ দুই যুবক চকরিয়া হইতে কক্সবাজার টু চট্রগ্রাম এর যাত্রীবাহী একটি বাস যোগে দেশীয় তৈরী ১টি অস্ত্র নিয়ে চুনতি বাজারে নেমে যায়। তারা অস্ত্র নিয়ে উক্ত বাজারে মুরগীর দোকানের সামনে দাড়ালে পুলিশের সন্দেহ হলে চুনতি পুলিশ ফাঁড়ির একটি টিম তাদেরকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হন।”
এই ব্যাপারে এস.আই. পিযুস চন্দ্র সিংহ বলেন, আটক কৃত দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র অইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান।