মোস্তাফিজুর রহমান : নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড টিসিবি ভবন এরিয়া থেকে ১০ জুুলাই শনিবার ৬ ডাকাতকে গ্রেফতার করেন ইপিজেড থানার অফিসার ইনর্চাজ জনাব মীর মোঃ নুরুল হুদা এর সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মো:ওসমান গনি এর সার্বিক তত্ত্বাবধানে ইপিজেড থানার এসআই চাংকু নাগ সংগীয় এসআই মো: মনিরুজ্জামান মনির কং/৫৪১০ সুকদেব পাল কং/৪৬৩৭ মো:আব্দুল হক ও মোবাইল ৫১অফিসার এসআই কামাল হোসেন কং/৩৯১৮ মো:মমিনুল ইসলাম কং/৪১৯৬ দেবাশীষ মন্ডল ড্রাইভার কং/৩২৭৯মো: ইউনুফ।
সর্ব ইপিজেড থানা সিএমপি চট্রগ্রামগন আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং ৯/০৮/২০১৯ তারিখ দিবাগত রাত অনুমানিক ০০.৪৫ঘটিকার সময় ইপিজেড থানাধীন টিসিবি ভবনের পিছনে পুকুরের পূর্বে উত্তর কোনায় বড় ফুল গাছের নিচে খালি জায়গায় অভিযান পরিচালনা করিয়া উক্ত ডাকাত দলের সক্রিয় সদস্য:-
১.মো:বাবুল প্রকাশ বাবু(২২)পিতা মো:খলিল,মাতা,পারুল আআক্তার, সাং মিঠাখালী,ততালুকদার বাড়ী,থানাঃ-মংলা,জেলাঃ-বাগেরহাট। বর্তমান বসবাস সেকেন্দর কলোনী সাগর পাড় রোড কলসিদিঘীর পাড়, থানা বন্দর,জেলা চট্রগ্রাম।
২.মো:সবুজ (১৯) পিতাঃ-মো:ইউছুফ, মাতাঃ- মোছা:রেনু আক্তার। সাং- সূর্যমনি খাঁন বাড়ী, থানা মঠবাড়ীয়া, জেলা পিরোজপুর। বর্তমানে বসবাস সাগর পাড় রোড,ষাট বৎসর কলোনী,ধুমপাড়া কলসিদিঘীর পার রোড, থানা বন্দর, জেলা চট্রগ্রাম।
৩.মো:আরিফ(২৬)পিতা মো:বাচ্চু মিয়া,মাতাঃ- মনোয়ারা বেগম, সাং- মধ্যম তাইছুট ভুইয়া বাড়ী চৌদ্দগ্রাম। বর্তমান বসবাস মাইলের মাথা,বড় মসজিদের পাশে,থানা ইপিজেড,জেলা চট্রগ্রাম।
(৪ মো:মামুন (২০) পিতাঃ- মো: ফরিদ, মাতাঃ- রীনা বেগম, সাং-খাইয়ুনমারী,হালিশহর সিকদার বাড়ী,থানা মংলা,জেলা বাগেরহাট। বর্তমান বসবাস ব্যারিস্টার কলেজ, সেলিম বিল্ডিং, থানা ইপিজেড, চট্রগ্রাম।
৫.রিপন (১৯) পিতাঃ- মৃত লোকমান সিকদার, মাতাঃ- তাসলিমা বেগম,সাং-পঞ্চগর সিকদার বাড়ী, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট। বর্তমান বসবাস কলসিদিঘীর পাড়, ইমাম হাজি কলোনী,থানা বন্দর,জেলা চট্রগ্রাম।
৬.মো:নাদিম (১৫) পিতাঃ-মো:হারুন, মাতাঃ- রোজিনা বেগম। সাং-লাল্লু বাজার বেপারী বাড়ী। থানা ভান্ডারীয়া, জেলা বরিশাল। বর্তমান বসবাস বশির মোহাম্মদ রোড তাহের বিল্ডিং, ধুমপাড়া,কলসিদিঘীর পাড়, থানাঃ-বন্দর, জেলা চট্রগ্রাম।
এদেরকে আটক করেন,এবং অপরাপর অজ্ঞাতনামা,ডাকাতেরা বিভিন্ন অলিগলি দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয় নাই। আটককৃত ডাকাতদের কাছ থেকে ৫টি ধারালো ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।
ডাকাতদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন,যে তাহারা সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা পলাতক ডাকাতগন আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশেরর বিভিন্ন অঞ্চল,থেকে আসা গরু/ছাগল ব্যবসায়ীদের নিকট,থেকে টাকা পয়সা ছিনতাই এবং ঘরমুখী মানুষের নিকট থেকে টাকা পয়সা,ও মুল্যবান জিনিসপত্র ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে ধারালো ছোরা ও অস্ত্র
শস্ত্র সহকারে সমাবেত হইয়াছিল।
এই ঘটনায় এবং ইপিজেড থানায় পৃথক ০২টি মামলা রুজু করা হইয়াছে।পলাতক ডাকাতদের গ্রেফতারের জোড়ালো অভিযান অব্যাহত আছে।