শিরোনাম

চট্টগ্রামের ছাত্র সমাবেশ ৩ নভেম্বর: থাকবেন পীর সাহেব চরমোনাই

তাদের সমাবেশ সফল করার সব ঠিকঠাক থাকলেও মনের গহিনে বুকভরা ব্যাথা, কষ্ট, চোখের পানিতে বুক ভেসে যায় ছাত্র নেতা মুস্তাফিজুর রহমানের জন্য।

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক লাল দিঘির মাঠে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র মহাসমাবেশ ও আলোচনা। আগামী (৩ নভেম্বর ১৯) রবিবার সমাবেশের প্রশাসনিক অনুমতি থাকলেও জে. এস. সি পরিক্ষার প্রস্তুতি ও পরীক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্নে হওয়ার জন্য মাইকিং প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

মো: মোস্তাফিজুর রহমান

তবে- পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচার প্রসার করায় কোন বাধা নেই। সাধ্যনুযায়ী প্রচার চালিয়ে যেতে বলেছেন। প্রধান অতিথি থাকবেন মুফতি দৈয়দ মো: রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

এদিকে চট্টগ্রামের ছাত্র সমাজ নবীন প্রবীনরা সমাবেশ কে সফল করার লক্ষে বিভাগীয় দায়িত্বশীল সহ জেলা/থানার তৃর্নমূলের দায়িত্ববান ছাত্র জনতা ব্যাপকহারে কাজ চালিয়ে যাচ্ছে। শহরের অলি গলিতে তাকালে দেখা যায় তাদের প্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দ্রলন’র ব্যানার, ফেসটুন, পোষ্টারে পুরো শহর ছেঁয়ে গেছে।

অন্যদিকে ওয়াল প্রচার রাইটিং, বিভিন্ন ওয়ালে ওয়ালে লেখাগুলি ইতি মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। তাদের সমাবেশ সফল করার সব ঠিকঠাক থাকলেও মনের গহিনে বুকভরা ব্যাথা, কষ্ট, চোখের পানিতে বুক ভেসে যায় ছাত্র নেতা মুস্তাফিজুর রহমানের জন্য।

২৭ অক্টোবর, রবিবার রাত ৩.৩০মি: কালুশাহস্থ মাটির সড়ক থেকে উপরে প্রায় ৪ তলার সমান উচ্চ ওভার ব্রিজের নিচে যাত্রী ছাউনিতে ক্লান্ত শরীরে সামান্য বিশ্রাম নিচ্ছিলেন মোস্তাফিজ তার কিছু সাথী সহ।

হঠাৎ প্রকট আওয়াজ, ওভার ব্রিজ থেকে মালবাহি লরি গতি হাড়িয়ে যাত্রীছাউনিসহ লরিটা নীচে পড়ে যায়। যাত্রীছাউনিতে অবস্থানরত অন্য এক যাত্রী লরির নীচে ছাপা পড়ে ঘটনা স্থালেই মৃত্যু বরণ করেন।
অপর দিকে মোস্তাফিজ বেহুঁশ হয়ে পড়ে থাকে। সাথীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করান।

কিন্তু ভাগ্যোর কি নির্মম পরিহাস মোস্তাফিস ৩ দিনেও হুঁশ হয়নী! তাকে উচ্চ চিকিৎসার জন্য আন্দোলন’র নগর নেতা মো: জান্নাতুল ইসলাম ঢাকা নিয়ে যান। এখনও ভাল উন্নতির কোন খবর পাওয়া যায়নী। ছাত্ররা তার সুস্থের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আবার ঐ দিনই চট্টগ্রাম আন্দরকিল্লা আইন কলেজ মাঠে ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত। প্রধান অতিথি থাবেন আমিরুল মুজাহিদীন আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।