মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: আজ (৩ আগস্ট ১৯ইং) শনিবার, চট্রগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪১নং ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্রগ্রাম বিমান বন্দর বাটারফ্লাই পার্কের দক্ষিণ পার্শ্বে টি.কে গ্রুপ বালুর মাঠে এক বিরাট গরু ছাগলের হাট।
উক্ত গরু ছাগলের হাটটি আয়োজন করেন ৪১নং ওয়ার্ডে কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর একমাত্র সুনামধন্য ছেলে জনাব মোঃ ওয়াহিদুল আলম চৌধুরী (সদস্য সচিব)। তিনি গরুর বাজার এর বিষয়ে সাংবাদিকদেরকে জানান এই গরু ছাগলের হাটে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন রকমের গরু ছাগল আসবে। এবং গরু ব্যবসায়ীদের জন্য নিরাপত্তার সু-ব্যবস্থা আমরা করেছি।
তিনি বলেন, “গরু ব্যবসায়ীরা কোন ধরনের সমস্যা যাতে সৃষ্টি না হয় সেজন্য আমাদের রয়েছে প্রসাশনের কঠোর নিরাপত্তা এবং যানজট মুক্ত চট্রগ্রাম শহরে মনোরম পরিবেশে গরু ছাগলের হাট করেছি। গরু ব্যবসায়ীদের জন্য রয়েছে থাকা খাওয়ার সু-ব্যবস্থা।”
তিনি আরো বলেন, ” জাল নোট সনাক্তকরণ সহ গরু ছাগল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনে বাজার পরিচালনা কমিটি সদা প্রস্তুত করা হয়েছে।
গরু ব্যবসায়ীদদের অর্থ লেনদেন ১০০% নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করা হবে। বাজারের পার্শ্বে রয়েছে এনসিসি ব্যাংকের সু ব্যবস্থা। গরুর বাজারে আর্থিক নিরাপত্তার জন্য রয়েছে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা, গরুর বাজারে কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মীসহ আইন শৃখলা বাহিনীর সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা, এবং ক্রেতা সাধারণের গরু নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে যথেষ্ট লোকবলসহ গাড়ীর সু-ব্যবস্থা।”
তিনি বলেন, “আমাদের দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের মানুষগুলো যেন দূরে গিয়ে কষ্ট করে কোরবানীর পশু না কিনতে হয় সেজন্য দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ড এলাকাবাসীর জন্য এই গরু ছাগলের হাটটি করেছি, আমাদের একটাই মূল লক্ষ্য। আর সেটা হল সবাই যেন সুন্দর ভাবে পবিত্র ঈদুল আযহারের পশু কোরবানী দিতে পারে।
তিনি আরও বলেন, আগামীকাল রবিবারে গরু ছাগলের হাটটি শুভ উদ্ধোধন করবেন বলে ৪১নং ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব মোঃ ছালেহ আহম্মদ চৌধুরী জানান।
এসময় গরু ছাগলের হাটে উপস্থিত ছিলেন, জনাব মো: হারুন মেম্বর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ৪১নং ওয়ার্ড, মোঃ জাবেদ হোসেন চট্রগ্রাম মহানগর কৃষক লীগেরর সাংগঠনিক সম্পাদক ৪১নং ওয়ার্ড, মোঃ লোকমান হাকিম সেচ্ছাসেবক লীগ সভাপতি ৪১নং ওয়ার্ড, মোঃ কামরুল ইসলাম রাশেদুল ৪১নং ওয়ার্ড, বাজার কমিটির আহবায়ক জনাব মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ।
আরও উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা, বাজার কমিটির মেম্বর জনাব মো: নাঈম উদ্দিন, মো: সেলিম, মোঃমাঈনুল ইসলাম, তানভির চৌধুরী, মো: জাহাঙ্গীর আকাশ, মোঃহারুন, মো:নাছির, মো:জিয়া,
মো:ফারুক, মো:মিজান, মোঃমাহাবুব আলম সুমন সহ ৪১নং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ নেতা মোঃ সেতু ইকরাম ৪১নং ওয়ার্ড, মো: ফারাদি শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।