ওলামা কন্ঠ ডেস্ক: চট্টগ্রামে “রুপসা স্টার কমার্শিয়াল লি:” কোম্পানী ইপিজেট শাহপ্লাজায় শুভ উদ্ভোদন হল। সাত বিশিষ্ট শেয়ার গঠিত এই আর্থিক প্রথিষ্ঠান। এই প্রথিষ্ঠানে আর্থিক সঞ্চয় ও ঋীন দান প্রকল্প কল্যানমুখী রুপে রুপান্তীত করার লক্ষে এক তরুন সমাজিক লোকের সমন্বয় গঠিত এই কম্পানী।
এ সময় ছিলেন প্রতিষ্ঠান রুপসা স্টার কমার্শিয়াল লিঃ চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা তালুকদার, ম্যানেজীং ডাইরেক্টর মোঃ ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, ডি এম ডি মোঃ ইসলাম, ফাইনার্স ডাইরেক্টর জনাব মোঃ এনামুল হক এনাম, মার্কেটিং ডাইরেক্টর জনাব রফিকুল ইসলাম (লাবলু), ডাইরেক্টর মোঃ জামাল প্রমূখ।
নব গঠিত রুপসা স্টার কমার্শিয়াল লিঃ এর শুভ উদ্ভোদনে ডাইরেক্টর বৃন্দ ফুল দিয়ে বরন করেন অত্র কোম্পানীর চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদারকে।
নিউজটি শেয়ার করুন :