শিরোনাম

চট্টগ্রামে NPS চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

 

নিজস্ব প্রতিবেদক:  নগমাধ্যম ও মানবাধিকার- ন্যাশনাল প্রেশ সোসাইটি (NPS)’র চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত করা হয়েছে।

আজ (২৭ অক্টোবর১৯ইং) ইপিজেড, বন্দরটিলা শাহপ্লাজা মার্কেট তৃতীয় তলা (NPS) ন্যাশনাল প্রেশ সোসাইটি জেলা কার্যালয় কমিটি চেয়ারম্যানকে ফুলেল দিয়ে বরণ করেন-

(NPS) বাংলাদের সমন্বয়কারী ও দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সম্পাদক কে. এম. নুহু হোসাইন, চট্টগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক ও বিকে টিভি’র চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক মো: গোলাম মোস্তফা তালুকদার।

অন্যদের মধ্যে ছিলেন, মোঃ শুরুজ্জামান, মোঃ দাউদ, মোঃ আল আমিন, মোঃ বাপ্পী, মিঠু, আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :