শিরোনাম

চট্টগ্রাম ওয়াসায় হেফাজতে’র শানে রেসালত সম্মেলন প্রস্তুতি সভা

 

নিজস্ব প্রতিবেদক: হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক ১২,১৩-  ১৯ইং ডিসেম্বর চট্টগ্রাম ওয়াসায় হেফাজতে’র “শানে রেসালত সম্মেলন” মহানবী সা. এর পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে “মাদরাসা আল- জামেয়াতুল ইসলামিয়া এতিমখানা” হল রুমে (১০ ডিসেম্বর ১৯ ইং) মঙ্গল বার শানে রেসালত সম্মেলন’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতে’র নায়েবে আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সভাপত্বিতে মাওলানা আনাছ মাদানী ও দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সম্পাদক কে. এম. নূহু হোসাইন সহ  শতাধিক ওলামায়ে কেরাম ও হেফাজত নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন আমরা দলাদলি হিংসা, অহংকার পরিহার করে একে অপরের ভাই ও ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কাজ করি। অন্যথায় বিপদ অনিবার্য।

জুনায়েদ বাবুনগরী হযরতের মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন। এ সময় শানে রেসালত সম্মেলন কামিয়াবের জন্য ও শাপলাচত্বরে শহিদের জন্য এবং সর্ব স্থারের সকলের জন্য দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন :